এ সুরায় দস্তরখানের কথা আলোচনা করা হয়েছে দেখে এই সুরার নামকরন মায়েদা করা হয়েছে। এটি সর্বশেষ নাজিলকৃত সুরা। এখানে যেসব ঘটনা, মাসআলা ও বিধান উল্লেখ করা হয়েছে, নিম্নে প্রদত্ত হল : এ সুরার একটি আয়াত বিদায় হজের সময় নাজিল হয়েছে যাতে দীন পূর্ণ হয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে। এ সুরায় মুমিনদের অঙ্গীকার পূরণ করার নির্দেশ দেয়া হয়েছে। কোনোকিছু হালাল কিংবা হারাম ঘোষণা দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তায়ালার। আল্লাহ তায়ালার অজু ও গোসলের নেয়ামত দান করেছেন। সপ্তম রুকুতে ইহুদীদের ভীরুতা, ফাসাদ সৃষ্টি ও অহংকার নিয়ে আলোচনা করা হয়েছে। এ সুরায় হাবিল ও কাবিলের ঘটনাও বর্ণনা করা হয়েছে। ডাকাত, রাষ্ট্রদোহী ও বিশৃঙ্খলাকারীদের শাস্তির কথা আলোচনা করা হয়েছে। দশম রুকুতে পুরুষ চোর ও নারীদের হাত কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এরপর দুই ফেতনাবাজ সম্প্রদায় মুনাফিক ও ইহুদিদের কথা আলোচনা করা হয়েছে। এ সুরায় হেদায়াত ও গোমরাহির মধ্যে পার্থক্যকারী কোরআনের আলোচনা করা হয়েছে। এরপর ইহুদী ও খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব নিষেধ করা হয়েছে বরং সত্যিকারের মুমিনদের সাথে বন্ধুত্ব গড়ার হুকুম দেয়া হয়েছে। ইহুদী ও খ্রিস্টানদের ধর্...
সত্য বাণীসমূহ একসাথে উপস্থাপনের ক্ষুদ্র প্রয়াস