আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার ভাই ও বোনেরা আর কিছু দিন বাকি আছে নতুন বছর প্রাক্কালের একজন প্রশ্ন করেছেন যে, একজন মুসলমানের কাছে নতুন বছরের শুরু কী অর্থ বহন করে?
সত্যি বলতে এটা আসলে কিছুই না। ইসলামে এর কোনো ভিত্তি নেই । কোনো আকারে বা কোনো রূপে । আমাদের প্রিয় নবী মুহাম্মদ সা: আমাদেরকে কিছু উদযাপনের দিন দিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে দিয়েছেন ঈদুল ফিতর, যেটি হলো রহমতের রামাদান মাসের পর। তিনি আমাদেরকে দিয়েছেন ঈদুল আযহা, যেটি হলো হজের পর। এবং আমাদের আছে প্রতি শুক্রবার, তথা জুমুয়ার দিন, খুতবার দিন। এটিও মুসলিমদের জন্য ঈদ তথা উদযাপনের দিন।
সুতরাং আমার ভাই ও বোনেরা আমরা তাহলে এই নববর্ষের রাতে কি করবো?
সংক্ষেপে বলি, এটা থেকে দূরে থাকুন। এটি উদযাপনের কিছু না। এমন কোথাও যাবেন না যেখানে এই রাতটি উদযাপন করা হবে। জনসমাগম থেকে দূরে থাকুন। আল্লাহর নারাজ হওয়ার কারণ তথা অশ্লীলতা, মাদকদ্রব্য, গান বাজনা সবকিছু থেকে দূরে থাকুন।
আমার ভাই ও বোনেরা যদি এই রাতের সামান্য গুরুত্বও থাকতো তাহলে আমি আপনাকে এবং নিজেকে বলতাম নতুন বছর এর এই রাত আপনার আমার জীবনের প্রতিফলনের রাত। নিজের জীবনের দিকে দেখার এবং ভাবার, একটি বছর আমার জীবন থেকে চলে গেলো আমি কি করলাম? আমি কি সম্পন্ন করলাম? আমার জীবন কোন পথে চলছে? আমরা আমাদের মৃত্যুর আরও ১ বছর নিকটবর্তী হয়েছি, আমি কি কাজ করেছি? আমি আবার কবরের ১ বছর কাছে চলে এসেছি। আমি কি করলাম?
সম্পূর্ণ ১টি বছর পার হয়ে গেল, আমি আমার এই উম্মাহর জন্য কি ভালো করেছি? যদি এই নববর্ষের রাতের গুরুত্ব থাকতো, তাহলে আমি এই রাতকে গুরুত্ব দিতাম। এই রাতটি হওয়া উচিত জীবনের প্রতিচ্ছবি, গুনাহের জন্য অনুতপ্ত হওয়ার। এই রাতটি হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। আমার ভাই ও বোনেরা নতুন বছরের প্রতিজ্ঞা, এই বিষয়ের কিছুটা গুরুত্ব আছে। ইসলামের সাথে এই বিষয়টা কিছুটা যুক্ত। উমর রা: তিনি বলতেন, এটা তাঁর একটি বিখ্যাত বক্তব্য। তিনি বলতেন, "বিচারের সম্মুখীন হওয়ার আগে নিজেকে বিচার করুন, বিশ্লিষ্ট হওয়ার আগে নিজেকে বিশ্লেষণ করুন, পরীক্ষার সম্মুখীন হওয়ার আগে নিজেকে পরীক্ষা করুন, আল্লাহ সুবহানাতায়ালার সামনে। "
সুতরাং আমার ভাই ও বোনরা, আমাদের প্রত্যেকের উচিত নিজের দিকে তাকানো এবং বলা, ১টি বছর আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমি কি করলাম? আমি কোথায় যাচ্ছি? আমার ভাই ও বোনেরা আপনি যদি নতুন বছরের প্রাক্কালে বা রাতে কিছু করতে চান, আমি আপনাকে জোরালোভাবে নিষেধ করছি। তারপরও যদি আপনার মনে হয় আপনার কিছু করতেই হবে, তাহলে এই রাতটিকে একটি ইবাদাতের রাত বানানা, আল্লাহর কাছে ওয়াদার রাত বানান, এবং উম্মাহর জন্য দুয়ার একটা রাত বানান। এবং পরবর্তী সময় পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
বাণীতেঃ শায়েখ মুহাম্মদ হোবলস
তথ্যসুত্রঃ https://www.youtube.com/watch?v=L75QChJQkZc
মূলঃ An Noor Studio
Comments
Post a Comment