আল কুরআনের সবচেয়ে দীর্ঘতম এই সুরাটিতে গাভী জবাই করার ঘটনা বর্ণনা করা হয়েছে তাই এই সুরার নাম বাকারা(গাভী)।
এই সুরায় হয়রত মুসা আলাইহিস সালামের মাধ্যমে একটি গাভী জবাই করে তার গোশতের কিছু অংশ মৃত বাক্তির শরীরে স্পর্শ করার মাধ্যমে মৃত বাক্তিটি জীবিত হয়ে ওঠে এবং হত্যাকারীর নাম বলে দেয়। এছাড়াও উপস্থিত জনতার মধ্যে একপক্ষ মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত । ফলে নিহত বাক্তির এই পুনরায় জীবিত হওয়ার মাধ্যমে শুধু হত্যাকারীর নাম জানা গেলো না বরং মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারেও একটি চাক্ষুষ দলিল হয়ে রইল।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী মুজিজা কোরানুল কারিমের মাধ্যমে এ সুরার সূচনা হয়েছ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বস্তুগত এবং অবস্তুগত মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে ইলম বা জ্ঞান। এ সুরার সূচনা আলিফ-লাম-মিম তথা হরফে মুকাত্তায়াত দ্বারা যা আরবদের জন্য সম্পূর্ণ অভিনব ছিল। এর ফলে তাঁরা বাধ্য হয়ে কোরআনের প্রতি মনোনিবেশ করে এবং তার আলোচনা শুরু করে। হরফে মুকাত্তায়াত দ্বারা শুরু হওয়া সুরাসমূহে কোরআনের শ্রেষ্ঠত্ব ও তার সত্যতারও আলোচনা এসেছে।
বইঃ খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)
লেখকঃ মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহমাতুল্লাহ
অনুবাদঃ মুজাহিদুল মাইমুন
পৃষ্ঠাঃ ২৯
Comments
Post a Comment