আল কুরআনের প্রথম সুরা, ফাতিহায় গোটা কোরাআনের মৌলিক উদ্দেশ্যে উঠে আসায় একে উম্মুল কোরআন, আসাসুল কোরআনও বলা হয়।
কোরআনের মৌলিক ৩টি বিষয় তাওহিদ, রিসালাত ও আখিরাতের কথার সবগুলোই এই সুরায় উল্লেখ করা হয়েছে। এ সুরায় আল্লাহ তায়ালার নাম ও গুণাবলি, তার ইবাদাত, তার কাছে সাহায্য প্রার্থণা, তার পথে অবিচলতা ও তার কাছেই হেদায়েত চাওয়ার বিধান উল্লেখ করা হয়েছে।
একদিকে নবী ও নেককারদের কথা আলোচনা করা হয়েছে, অন্যদিকে নিজের জ্ঞান ও আদর্শগত ভ্রান্তির কারণে আল্লাহর গজব ও আজাব প্রাপ্ত সম্প্রদায়ের ভ্রষ্ট পথ থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সুরা ফাতেহা এক অতুলনীয় দোয়া যাতে বাকি ১১৩ সুরার ঝলক প্রতিফলিত হয়েছে।
বইঃ খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)
লেখকঃ মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহমাতুল্লাহ
অনুবাদঃ মুজাহিদুল মাইমুন
পৃষ্ঠাঃ ২৮
Comments
Post a Comment