আল্লাহর রাস্তায় খরচের গুরুত্বপূর্ণ শর্ত
সুরা আলে ইমরানে আল্লাহর রাস্তায় খরচ করার বিষয়ে বর্ণনা করা হয়েছে। এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, মানুষ ততক্ষণ পর্যন্ত পুণ্যের পূর্ণতায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় নিজেদের সবচেয়ে পছন্দনীয় জিনিস দান না করে। লক্ষ্যে পৌঁছার জন্য প্রিয় জিনিস কোরবান করা আবশ্যক।
কেবলা পরিবর্তন সম্পর্কে আহলে কিতাবদের জবাব
কেবলা পরিবর্তনের বিধান অবতীর্ণ হওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের পরিবর্তে কাবাকে কেবলা নির্ধারণ করেন। তখন আহলে কিতাবরা হইচই শুরু করে দেয়। তারা বলতে থাকে- কাবার তুলনায় বাইতুল মাকদিস শ্রেষ্ঠ এবং এটাই ভূপৃষ্ঠে আল্লাহ তায়ালার আল্লাহ তায়ালা কাবা শরিফের তিনটি গুণের কথা উল্লেখ করে তাদের দাবি খণ্ডন করেন।
প্রথমত, ভূপৃষ্ঠে কাবা শরিফই প্রথম ইবাদতখানা।
দ্বিতীয়ত, কাবায় এমন কিছু নিদর্শন পাওয়া যায়, যা তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হল মাকামে ইবরাহিম (জমজম ও হাতিম)।
তৃতীয়ত, যে-ব্যক্তি হারামে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। গোটা বিশ্বে কাবার চেয়ে মর্যাদাপূর্ণ কোনো স্থাপনা নেই। আল্লাহ তায়ালা তা নির্মাণের হুকুম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তার নকশা প্রণয়ন করেছেন। হজরত ইবরাহিম আলাইহিস সালাম ছিলেন তার রাজমিস্ত্রি। জোগালিয়া হিসেবে ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম।
বইঃ খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)
লেখকঃ মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহমাতুল্লাহ
অনুবাদঃ মুজাহিদুল মাইমুন
পৃষ্ঠাঃ ৫৮-৫৯
Comments
Post a Comment