বিশ্বাসের দিক থেকে মানুষ তিন প্রকার। মুমিন, কাফের ও মুনাফিক। মুমিনের ৫ টি গুণ রয়েছে। ৫ টি গুণ নিন্মরূপঃ
১। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমের যে সকল বিষয় অনুভব করা যায় না যেমন জান্নাত, জাহান্নাম, হাশর, মীযান এগুলোর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন (ঈমান বিল গাইব)
২। সকল শর্ত ও আদবের প্রতি খেয়াল রেখে সালাত আদায় করা (ইকামাতে সালাত)
৩। পবিত্র কোরআনে সালাত ও যাকাতের কথা একসাথেই এসেছে। সালাত হচ্ছে আল্লাহর হক আর যাকাত হচ্ছে বান্দার হক। এই উভয় প্রকার হক আদায় না করা পর্যন্ত মানুষের ঈমান পূর্ণতা পায়না
৪। পূর্ববর্তী নবী-রাসুলদের উপর নাযিলকৃত সকল আসমানী কিতাব এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত আসমানী কিতাবের উপর ইমান আনা
৫। আখেরাতের উপর বিশ্বাস স্থাপন
এই সুরায় মুনাফিকদের বারোটি বদ-অভ্যাসের কথা তুলে ধরা হয়েছে। মুসলনানদের জন্য এই বদ-অভ্যাস থেকে নিজেদের বাঁচিয়ে রাখা জরুরি। বদ-অভ্যাসগুলো এই মিথ্যা, ধোঁকা, অনুভূতিহীনতা, অন্তরের ব্যাধি— (হিংসা, অহংকার, লোভ প্রভৃতি) চক্রান্ত, প্রতারণা, তুচ্ছতাচ্ছিল্য করা, বিধানের প্রতি অবজ্ঞা, পৃথিবীতে ফেতনা-ফাসাদ সৃষ্টি, মূর্খতা, ভ্রষ্টতা, ঈমান ও কুফরের মাঝে দোদুল্যমানতা, মুমিনদের প্রতি ঠাট্টা-বিদ্রুপ।
বইঃ খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)
লেখকঃ মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহমাতুল্লাহ
অনুবাদঃ মুজাহিদুল মাইমুন
পৃষ্ঠাঃ ২৯-৩০
Comments
Post a Comment