মুমিনের মৌলিক গুণাবলি সুরা মুমিনুনের মাধ্যমে আঠারোতম পারা শুরু হয়েছে। এ সুরায় দীনের মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। সুরার শুরুর ৯ আয়াতে মুমিনদের সাতটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। যার মাধ্যমে তারা জান্নাতুল ফেরদাউসপ্রাপ্ত হতে পারে। গুণগুলো নিম্নে উল্লেখ করা হল- ১. লৌকিকতা ও কপটতামুক্ত সঠিক ঈমান। ২. নামাজে খুশু-খুজু তথা বিনয় ও নম্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো। ৩. অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা। ৪. সঠিকভাবে জাকাত আদায় করা। অর্থাৎ আল্লাহর হক আদায়ের সাথে সাথে বান্দার হক আদায়েও যত্নবান হওয়া। ৫. ব্যভিচার ও অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ৬. আমানতের হেফাজত করা এবং ওয়াদা পূরণ করা। ৭. নামাজের প্রতি যত্নবান হওয়া। সময়, রোকন ও আদবের প্রতি লক্ষ রেখে তা পালন করা কতটা সত্য এ কোরআন! মুমিনদের গুণাবলি উল্লেখ করার পর মানব-জীবন এবং মানুষের সৃষ্টির বিভিন্ন ধাপে ঈমানের যেসব দলিল রয়েছে, তা উল্লেখ করা হয়েছে। কোরআন হাজার বছর পূর্বেই মাতৃগর্ভে মানব-শিশুর বিভিন্ন ধাপ অতিবাহিত করার কথা উল্লেখ করেছে। অথচ তৎকালীন আরব-অনারব কারোরই এ ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। আজকের আধুনিক বিজ্ঞান ও মেডিকেল সাই...
সত্য বাণীসমূহ একসাথে উপস্থাপনের ক্ষুদ্র প্রয়াস