একটি সভ্যতার পতন একদিনেই হয় না, এটা অতি দীর্ঘ একটা প্রক্রিয়া। সভ্যতা গড়তে, বিকশিত হতে যেমন সুদীর্ঘ সময়ের প্রয়োজন ঠিক একইভাবে একটা সভ্যতার বিকাশ থমকে যাওয়া, এক সময়ের প্রতাপশালী সভ্যতার প্রভাব, প্রতিপত্তি আর জৌলুস ধীরে ধীরে স্থিমিত হয়ে পতন হতেও অনেক সময়ের প্রয়োজন। যে সময়টা হুট্ করে দেখে বোঝা যায় না, উল্টো এমন উপলব্ধি আসে যে আরে ওরা তো ভালোই আছে। অন্য সভ্যতার মধ্যে যারা ঐ সভ্যতার মতন জীবনযাপন করতে চায় তাদের মতে, "যদিও কিছু ত্রুটি আছে তবুও শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, প্রযুক্তিতে, প্রাচুর্যে তো ওরাই এগিয়ে"। কিন্তু এই যে তুচ্ছজ্ঞান করা কিছু ত্রুটি , অপরাধ কিংবা অবক্ষয় , একসময় এসকল ব্যাপারই পুরো সভ্যতাকেই নিচিহ্ন করে দিতে যথেষ্ট। পূর্ববর্তী যেকোনো বড় সভ্যতার পতনের আগে সকল দিক দিয়ে পার্থিব সাফল্যের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করে। হয়ে উঠে অপ্রতিদ্বন্দী, প্রচন্ড প্রতাপশালী, অহংকারী এবং অতি আত্মবিশ্বাসী। কিন্তু এতে করে সে তার স্থিতিশীলতা হারায়। একটা সভ্যতার বিকাশ তখনই হয় যখন তার বিকশিত হওয়ার লক্ষ্য থাকে। সে লক্ষ্য অর্জনের জন্য সমাজের সকল কাঠামো যেনো যথাযথভাবে কাজ করে সে ব্যাপারে সত...
বাংলাদেশে ইসলামী দাওয়াহ এবং কমিউনিটি ভিত্তিক সংস্থাসমূহ সংস্থার নাম ফেসবুক পেইজ এলাকা Dhaka University Dawah Circle https://facebook.com/dudcbd ঢাকা বিশ্ববিদ্যালয় Muslim Youth Noakhali https://www.facebook.com/MuslimYouthNoakhali নোয়াখালী জুলাইয়ের কাফেলা https://www.facebook.com/profile.php?id=61567169805213 ঢাকা উদ্দীপ্ত তরুণ সংঘ https://www.facebook.com/profile.php?id=61565409526695 টঙ্গী, গাজীপুর বিহান https://www.facebook.com/profile.php?id=61560610930267 চাঁদপুর ...