আব্দুল্লাহ আল মাসউদ: বাঙালি মুসলিম আত্মপরিচয়ের সংকট
- বাঙালি, মুসলিম, আত্মপরিচয়, সংকট চারটি শব্দ নিয়ে কথা বলেন। আত্মপরিচয়ের সংকট থেকেই আমি আগে বাঙালি নাকি আগে মুসলিম প্রশ্নের উত্থান।
- হিন্দুয়ানী চিন্তাগুলো বাঙালির পরিচয় হিসেবে তুলে ধরে মুসলিমকে মাইনাইস করা হয়। যেমন আগে অনেক জায়গায় কোনো হিন্দুপাড়া থাকলে তাকে বাঙালি পাড়া বলা হতো।
- আত্মপরিচয়ের সংকটের উত্থানের কারণ মুসলিমরা নাকি তুরস্ক, আফগানিস্থান সহ মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসছে অন্যদিকে আর্যরা আদিবাসী কিন্তু হিন্দুরা তথা আর্যরাও আদিবাসী না বরং তারা পারস্য থেকে এসেছে। মুসলিমরা এক হাজার বছর আগে এসেছে, আর্যরা হইতো তারও কয়েকহাজার বছর আগে আসছে কিন্তু তারাও মূলত এই ভূখণ্ডের আদিবাসী না (অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রো, অনার্যরা এইদেশের আদিবাসী)। আর ইসলামিক কিছু শাসকরা এদেশে এসে এদেশে থেকেই শাসন করেছে, কিন্তু এদেশের সাধারণ মানুষই মূলত মুসলিম ধর্ম গ্রহণ করেছে।
- অতএব, নিজেদের ভিনদেশী ভাবা যাবে না, আমরা ভিনদেশী নই। ভিনদেশী ভাবলে মানসিক শক্তি কমে যাবে।
ডা. রাফান আহমেদ: ইসলামোফোবিয়া ঘরে বাইরে
- ইসলামোফোবিয়া, ঘরেই সমস্যা শুরু। দাড়ি রাখা যাবে না যদি সমাজ জঙ্গি বলে, নিকাব পড়া যাবে না, দাড়িওয়ালা ছেলেকে বিয়ের জন্য কেউ মেয়ে দিবে না ইত্যাদি অনেককিছু ঘর থেকেই শুরু হয় এমন কি যদিও মা বাবা দুইজনই নামাজী তারপরও।
এরপর বাইরে বলতে মহল্লা,স্কুল ইত্যাদিতেও আমরা অনেক ইসলামোফোবিয়ার উদাহরণ দেখতে পাই।
- রেসিজম সর্বদাই আছে ভিন্ন ভিন্ন রুপে (শুধু সাদা কালোই রেসিজম না এইযে জামাত শিবির জ** এইসব এক ধরণের রেসিজম )
- শত্রুকে কন্ট্রোল করতে শত্রুর ভাষা জানতে হবে। ব্রিটিশরা আমাদের কন্ট্রোল করতে আমাদের ভাষা জেনেছে (উদা. ফোর্টউইলিয়াম কলেজে উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ লিখেন)
ব্রিটিশদের বয়ানে:
● হিন্দু যুগ: ঐতিহ্যের যুগ
● মুসলিম যুগ: আক্রমণের যুগ
● ব্রিটিশ যুগ: উদ্ধারের যুগ (তাদের ভাষায়)
[বইয়ের রেফারেন্স How Fascism Works: First, Create A Mythic, Ideal Past]
- দেশভাগ:জিন্নাহকে দায়ী করা হলেও মূলত হিন্দু এলিটরা ক্ষমতা ভাগ করতে রাজি ছিল না।
- আধুনিকতা সর্বময়বাদী
- ঢাবি, জাবির মব জাস্টিজ নিয়ে কথা হয় কিন্তু ২০১৩ সালে মব জাস্টিজই তো হয়েছিল। আদালত কাদের মোল্লাকে যাবৎজীবন কারাদণ্ড দিয়েছিলো কিন্তু মব জাস্টিজ ফাঁসির জন্যই তো নেমেছিল আদালতের রায়কে উপেক্ষা করে।
করণীয়
● সামাজিক সচেতনতা
● ইসলাম ও মুসলমান প্রথম এটা হবে আমাদের মূলনীতি
● শক্তিশালী আইন ও সামাজিক সাপোর্ট
● দোয়া, আমল, দাওয়াত ও জানমালের কোরবানি
ইমরান রাইয়ান: বাংলায় মুসলিম শাসনের ইতিহাস
- বক্তার বাবার ডায়লাইসিসের জন্য অল্প সময় বক্তব্য দেন।
- হাকিম হাবিবুর রহমান একজন নবাব , ঢাকার ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, খিলাফত আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। একজন উর্দু সাংবাদিক ও লেখক ছিলেন। ঢাকা মাদ্রাসা ও কানপুরের দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করেছেন। দীর্ঘ চল্লিশ বছর যাবত তিনি বঙ্গে লিখিত আরবি, ফারসি ও উর্দু বই সংগ্রহ করেছেন।
- উনি একজন নবাব ছিলেন তারপরও ইসলামি ইলমের সাথে সখ্যতা ছিল সুলতানি আমল থেকে বহু মুসলিম শাসকের ইতিহাস এমনি তারা শাসক যেমন ছিলেন তেমনি ইসলামী জ্ঞান চর্চা স্বাভাবিক বিষয় ছিল। হাকিম হাবিবুর রহমান তার ইসলামি ইলমের নথিগুলো (সম্ভবত ঢাকা জাদুঘরে দিয়েছিলেন বক্তা স্পষ্ট করে বলেননি তবে উইকিপিডিয়া দেখে তাই মনে হলো)। কিন্তু নথিগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে।
আরিফুল ইসলাম অপু: নতুন বাংলাদেশে মুসলিমদের রাজনৈতিক ঐক্যের গুরুত্ব
- জাতিরাষ্ট্র
- বহুদলীয় গণতন্ত্রের ফাঁদ
- বাংলাদেশের সবচেয়ে বড় তিনটা ইসলামিক দল হচ্ছে :
● জামায়াতে ইসলামী
● ইসলামী আন্দোলন বাংলাদেশ
হেফাজতে ইসলাম
- বাংলাদেশ বর্তমানে নিবন্ধিত, অনিবন্ধিত ইসলামী দলের সংখ্যা ১৫০।
- নতুন ইসলামী জামাত খোলার ২টি মূলনীতি:
১. আগে থেকেই কোনো জামাত নেই।
২. আপনার এই কাজটা অন্য কেউ করে না।
- আমাকে পরিচয় দেওয়া হয়েছে জঙ্গি। আর আমিও সেটা মেনে নিয়ে চলতেছি। যদি একজনকে গ্রেফতার করার পর সবাই মিলে নামতে পারতাম তাহলে আরেকজন দাড়িয়ালাকে ধরতে পুলিশ ৩ বার ভাবতো।
- ইসলামী দলগুলোর ১৫০ ভাগের কারণেই, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সাহিত্যের কোথাও কিছু করা যাবে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয় একাই (বাংলাদেশ এ এলজি**কিউ প্রচারের অন্যতম কারিগর) যে শিক্ষা নীতি, অর্থনীতি, পররাষ্ট্র নীতি দিতে পারবে আমরা ১৫০টা দল মিলে তা পারবো না। কারণ ১৫০ দলের মধ্যে মেধা ভাগ হয়ে গেছে। এখন প্রত্যেকদল যায় দিক না কেনো তা হবে মধ্যম মানের অথবা নিম্নমানের।
- একদিকে ইসলামোফোবিয়া, হিন্দুত্ববাদের সাথে তার সাথে মানহাজের বিভক্তি তাই সব আন্দোলনের মূল স্ট্যাকহোল্ডার ধর্মপ্রাণ মুসলমান হলেও কখনো ক্ষমতার সুফল ভোগ করতে পারে না।
রেফারেন্স:
আর্য জাতি: https://en.wikipedia.org/wiki/Aryan_race
ফোর্ট উইলিয়াম কলেজ: https://en.wikipedia.org/wiki/Fort_William_College
How Fascism Works: First, Create A Mythic, Ideal Past: https://kindredmedia.org/2020/06/how-fascism-works-first-create-a-mythic-ideal-past/
হাকিম হাবিবুর রহমান: https://en.wikipedia.org/wiki/Hakim_Habibur_Rahman
জাতিরাষ্ট্র: https://en.wikipedia.org/wiki/Nation_state
ফোর্ট উইলিয়াম কলেজ: https://en.wikipedia.org/wiki/Fort_William_College
How Fascism Works: First, Create A Mythic, Ideal Past: https://kindredmedia.org/2020/06/how-fascism-works-first-create-a-mythic-ideal-past/
হাকিম হাবিবুর রহমান: https://en.wikipedia.org/wiki/Hakim_Habibur_Rahman
জাতিরাষ্ট্র: https://en.wikipedia.org/wiki/Nation_state

Comments
Post a Comment