Skip to main content

Posts

Showing posts from October, 2024

ক্ষীণ সুখের জন্য অধিক নিশ্চয়তাকে বিসর্জন

পাড়ি দিতে হবে নদী, পাড়ি দিতে হবে তার উত্থাল ঢেউ যাবো বন্ধুকে নিয়ে কোনো এক গন্তব্যে, কিন্তু নদীর এধারে ওধারে কিছু নেই মনে শংকা পাড়ি দিবো নদী কিভাবে? দিতে হবে নদী পাড়ি, ওপাড়েতে আনন্দ আর সুখ করে জড়াজড়ি কেটে যাবে শঙ্কা ওপাড়েতে গেলে, হাজারো বিপদ আর ভয় দেয় হাতছানা এপাড়েতে থাকলে। নদী পার হবার বিশাল চ্যালেঞ্জে জোগাড় হলো কিছু কাঠ, বানাতে হবে ভেলা, কিন্তু কাঠ জোগাড় করতে গিয়েই নেমে পড়লো সন্ধ্যার অবসাদ।  শীতের সন্ধ্যা,অন্ধকার, কুয়াশার প্রলেপ ঝাঁকিয়ে নেমেছে শীত অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় পার হবো করলেন তা ঠিক, প্রচণ্ড শীতে কাঠ জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ রাখার চেষ্টা দুজনেই আলাদা আলাদাভাবে কিছু কাঠে আগুন ধরিয়ে ভোর হবার প্রচেষ্টা। শীতের দিনে আগুনের উষ্ণতায় ভালো লাগছে দুই বন্ধুর  আহা! কী তৃপ্তির জীবন! এভাবেই তো চালিয়ে দেয়া যাবে বহুদিন। উষ্ণতার লোভে বন্ধু আমার সকল কাঠকে দেয় বিসর্জন, কালকের নদীর পাড়ি দিতে হবে ভুলে উপভোগ করতে থাকে আগুনের উষ্ণ আলিঙ্গন। এক কোণায় অল্প কাঠে জ্বলছে আমার আগুন পাচ্ছি মৃদু উষ্ণতা ভোর হলেই পাড়ি দিতে হবে নদী এই কাঠগুলো ছাড়া উপায় কি করছি আমি সেই চিন্তা। ঢেউয়ের তর্জনে সকালে ঘুম ...

The Muslim Minds: বাঙালি মুসলিম আত্মপরিচয়ের সন্ধানের নোট (২য় পর্ব)

  সাইয়েদ মাহফুজ খন্দকার: মিডিয়া ন্যারেটিভে সেকুলার আধিপত্য - ১৯৭১ এ ভাষাভিত্তিক বিভাজনের ফলে ইসলামিস্টরা পিছিয়ে পড়েছে। কারণ মাদ্রাসার একাডেমিক ভাষা ছিলো উর্দু কিন্তু স্বাধীনতার পর এদেশ উর্ধু নিষিদ্ধ করা হয়। - বাংলা ভুখণ্ডে ২ বার ভাষা নিষিদ্ধ হয়েছে ● ফারসি, ব্রিটিশ আমলে ● উর্দু, বাংলাদেশে। - বাংলা ভাষা, সংস্কৃতি ভাষার বিপরীতে মুসলিম শাসকরাই তৈরি করেছিলেন কারণ আর্য অর্থাৎ উঁচু হিন্দুদের ভাষা ছিল সংস্কৃত তার বিপরীতে এই অঞ্চলের আদিবাসী অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রো, অনার্যর তৎকালীন ভাষা ছিল অপরিণত বাংলা। যেটা ধীরে ধীরে পরিপূর্ণ ভাষায় রূপান্তরিত হয় মুসলিম শাসকদের আমলে। - মিডিয়া সংকট ইস্রা*য়েলের জাতির পিতা দাভিদ বেন গুরিয়ন ছিলেন একজন সম্পাদক তাই উনি সঠিকভাবে প্রোপাগান্ডা ছড়াতে মিডিয়া ব্যবহার করতে পেরেছিলেন। খেলাফত পতন হয়েছে মিডিয়ার মাধ্যমে ইয়াং তুর্করা আব্দুল হামিদ সানির পতন ঘটেছিল যারা মিডিয়া দ্বারা প্রভাবিত ছিল। - বক্তার মতে আমাদের প্রধান শত্রুকে চিহ্নিত করতে হবে আর তা হচ্ছে মিডিয়া। আমরা মিডিয়াকে আমার মূল প্রতিদ্বন্দী মনে করি না দেখেই আমরা আমাদের মূল সমস্যা নির্ধারণ করতে পারি না এবং আমাদ...

The Muslim Minds: বাঙালি মুসলিম আত্মপরিচয়ের সন্ধানের নোট (১ম পর্ব)

আব্দুল্লাহ আল মাসউদ: বাঙালি মুসলিম আত্মপরিচয়ের সংকট - বাঙালি, মুসলিম, আত্মপরিচয়, সংকট চারটি শব্দ নিয়ে কথা বলেন। আত্মপরিচয়ের সংকট থেকেই আমি আগে বাঙালি নাকি আগে মুসলিম প্রশ্নের উত্থান। - হিন্দুয়ানী চিন্তাগুলো বাঙালির পরিচয় হিসেবে তুলে ধরে মুসলিমকে মাইনাইস করা হয়। যেমন আগে অনেক জায়গায় কোনো হিন্দুপাড়া থাকলে তাকে বাঙালি পাড়া বলা হতো। - আত্মপরিচয়ের সংকটের উত্থানের কারণ মুসলিমরা নাকি তুরস্ক, আফগানিস্থান সহ মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসছে অন্যদিকে আর্যরা আদিবাসী কিন্তু হিন্দুরা তথা আর্যরাও আদিবাসী না বরং তারা পারস্য থেকে এসেছে। মুসলিমরা এক হাজার বছর আগে এসেছে, আর্যরা হইতো তারও কয়েকহাজার বছর আগে আসছে কিন্তু তারাও মূলত এই ভূখণ্ডের আদিবাসী না (অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রো, অনার্যরা এইদেশের আদিবাসী)। আর ইসলামিক কিছু শাসকরা এদেশে এসে এদেশে থেকেই শাসন করেছে, কিন্তু এদেশের সাধারণ মানুষই মূলত মুসলিম ধর্ম গ্রহণ করেছে। - অতএব, নিজেদের ভিনদেশী ভাবা যাবে না, আমরা ভিনদেশী নই। ভিনদেশী ভাবলে মানসিক শক্তি কমে যাবে। ডা. রাফান আহমেদ: ইসলামোফোবিয়া ঘরে বাইরে - ইসলামোফোবিয়া, ঘরেই সমস্যা শুরু। দাড়ি রাখা যাবে না যদি সমা...