বলতে পারবেন? এমন কোন কাজ আছে যা স্বয়ং আল্লাহ করেন। এবং করতে ভালোবাসেন এবং যা চাইলে আপনিও করতে পারবেন। এবং করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে। ‘ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নাবিয়্যি। ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা’। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত প্রেরণের আদেশই শুধু দেননি। এর জন্য রেখেছেন অসংখ্য পুরস্কার। যেমন প্রতিবার সালাওয়াত পাঠ করলে দশটি করে ভালো কাজের সওয়াব, দশটি গুনাহ মাফ হয়ে যাওয়া, দুশ্চিন্তা ও সমস্যা থেকে মুক্তির অঙ্গীকার, বিচার দিবসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাওয়া। রসূল সাল্লাল্লাহু সালামের সঙ্গ পাওয়াসহ আরো বহু বহু ব্লেসিংস। এই আমল করার সবচেয়ে সহজ সুযোগ হলো, যখনই আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলবো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উনার নাম শুনলো অথচ তার উপর সালাত পেশ করল না সে হল সবচেয়ে কৃপণ ব্যক্তি। আসুন আজ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তাকে স্মরণ করে ঘন ঘন সালাওয়াত পাঠ করি। বিশেষ করে যখনই তার নাম শুনবো তখন যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে না যাই।
১। আল কুরআনের সহজ সরল বাংলা অনুবাদ - হাফেজ মুনির উদ্দীন আহমদ - আল কুরআন একাডেমী লন্ডন ২। তাফসীর : তাওযীহুল কুরআন - আল্লামা তাকী উসমানী / তাফহীমুল কুরআন - সাইয়েদ আবুল আ’লা / আহসানুল বায়ান - আল্লামা হাফিয সালাহুদ্দিন ইউসুফ / মাআরেফুল কুরআন - মাওলানা মুফতী মুহাম্মদ শফী ৩।হাদীস : রিয়াদুস সালেহীন - ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী ৪। সীরাত : সীরাহ - রেইনড্রপস / আর রাহীকুল মাখতুম - আল্লামা সফিউর রহমান মোবারকপুরী / মানবতার বন্ধু মুহাম্মদ রাসুলুল্লাহ (ﷺ) – নঈম সিদ্দিকী / নবীয়ে রহমত - সাইয়েদ আবুল হাসান আলী নদভী ৫। নবিদের কাহিনি (১,২) - মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব ৬। আসহাবে রাসূলের জীবনকথা- ড. মুহাম্মদ আবদুল মা’বুদ / সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন - ড. আব্দুর রহমান রাফাত পাশা ৭। সংগ্রামী সাধকদের ইতিহাস - সাইয়েদ আবুল হাসান আলী নদভী ৮। ইসলামের বুনিয়াদী শিক্ষা / হাকীকত সিরিজ - সাইয়েদ আবুল আ’লা ৯। ঈমান সবার আগে - মাওলানা মুহাম্মদ আবদুল মালেক ১০। আকীদা : ইসলামী আকীদা - ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর / ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ - মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন ১১। ফিকহ : আহকা...

Comments
Post a Comment