আমাকে যদি বলা হয় আজ থেকে প্রতিদিন পাঁচবার একটি ফেসবুক পেইজে যেয়ে তাদের পোস্টগুলোতে লাইক করে আসলে দুই বছর পর সুইজারল্যান্ড ঘুরে আসার একটা প্যাকেজ পাব। কোনো লটারি হবে না। যতজন এই কাজটি করবে, প্রত্যেকেই এই প্রাইজটি পাবে। আমি তো নিশ্চিত পাঁচবারের বেশিই যাব প্রতিদিন সেই পেইজে গিয়ে লাইক দিতে, এটা নিশ্চিত করতে যেন এই চান্সটা মিস না হয়। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের তেমন একটি সহজ প্যাকেজের সন্ধান দিয়ে রেখেছেন। তবে সেটা সুইজারল্যান্ড যাবার জন্য নয় বরং জান্নাতে যাওয়ার জন্য। একটি হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আরেকটি হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথের একমাত্র বাধা হলো তার মৃত্যু। অর্থাৎ সে মারা যাওয়া মাত্র তার জান্নাতে যাবার পথে আর কোনো বাধা থাকবে না। আসুন আজকে থেকেই এই মুহূর্ত থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং প্রতি নামাজের পর দুই মিনিট সময় নিয়ে আয়াতুল কুরসি পড়ার নিয়ত করি। মুখস্ত নেই? ইনশাল্লাহ দেখিই পড়ে নেব। কিন্তু পড়বো অবশ্যই। এ যে যেনতেন সুযোগ নয় চিরস্থায়ী চিরসুখের জান্নাতে যাওয়ার সুযোগ।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=RgUBC7GH5lI

Comments
Post a Comment