নতুন ফোনগুলোতে একটা অপশন রয়েছে। যেখানে দেখা যায় আজ কত সময় মোবাইল ফোনে কাটালাম। আর চেক করে দেখলাম ৬ ঘন্টা কাটিয়েছি আমি ফোনে। সুবহানাল্লাহ! আমার পুরোটা দিন এর এক-তৃতীয়াংশ আমি ফোন আর ফেইসবুকিং করেই কাটিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমাদেরকে ব্যবসায়ী বলেছেন, আর সময়কে বলেছেন আমাদের পণ্য বা মূলধন। ধনী-গরীব সুস্থ-অসুস্থ ছোট বড় সকলের জন্য এই মূলধন সমান। এক দিনে সবাই ২৪ ঘন্টাই পাচ্ছে। যে যা করতে চায় করে নিচ্ছে। কেউ পড়ে নিচ্ছে কোরআন, কেউ পড়ছে বেতের। আর আমি? আমি ৬ ঘন্টা কাটিয়েছি অন্যের জীবনে কি হলো, কোন খেলায় কে জিতল সেটা দেখে। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। মনে হলো আমার আর আশা নেই। কিন্তু তারপরেই মনে হল আল্লাহ তো আর-রহমান, আর-রহীম, আল-গফফার। তিনি তো বলেছেন তাকে ডাকলেই তিনি সাড়া দিবেন। যেই নফস আর ইবলিশের প্ররোচনায় আজ এই অবস্থা। তাদের আর যেতে দেওয়া যায় না। একটা কাজ করলে কেমন হয়? যতবার আমি ফোন আনলক করব ততবার হয় কোরআনের একটা আয়াত অর্থসহ পর্ব অথবা আল্লাহর যিকর করব। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা আস্তাগফিরুল্লাহ পড়বো। দেখিনা চেষ্টা করে কেমন হয় ব্যাপারটা।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=sFkhfhTtRc4

Comments
Post a Comment