আল্লাহ পবিত্র কোরআনে বারবার আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার কথা বলেছে। কিছু হাদিস আর কোরআনের আয়াতে তো সরাসরি আল্লাহর হকের কথা বলার পরেই আত্মীয়তার সম্পর্কের হক আদায়ের কথা বলা হয়েছে। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, "যে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে তিনি তার সাথে আছেন। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তিনিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে।" স্কলাররা বলেন, এই আত্মীয়র সংজ্ঞার ভিতরে পড়ে, বাবা-মা-ভাই-বোন, চাচা-মামা, ফুপু-কাজিন সহ সকল কাছের ও দূরের আত্মীয়। আসুন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এখন থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে একজন আত্মীয়র সাথে যোগাযোগ করি। যাকাত দেয়ার সময় প্রথমেই দেখে নেই, আত্মীয়দের মধ্যে কারও কি সাহায্য প্রয়োজন? মনে রাখা জরুরী এর মাধ্যমে আমরা সেই আত্মীয়কে কোন ফেভার করছে না। বরং আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে আল্লাহর কাছে লম্বা জীবন চায়। চায় আল্লাহ তাকে অর্থ দিয়ে রিযিক দিক এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করুক। সে যেন তার আত্মীয়দের সাথে ভাল সম্পর্ক বজায় রাখে।"
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=PwYFbqMkvCE

Comments
Post a Comment