এই সমাজে একজন ডাক্তারের প্রয়োজনীয়তা যত বেশি, একজন প্রকৃত আলেম এর প্রয়োজনীয়তা তার চেয়েও বেশি। ডাক্তার তো শারীরিক সমস্যার সমাধান করেন কিন্তু আমাদের শারীরিক ব্যাধির চেয়ে আত্মিক ব্যাধিগুলো তো আরো অনেক বেশি গুরুতর। আলেম মানে যিনি ইলমকে অর্থাৎ পবিত্র জ্ঞানকে ধারণ করে রেখেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী। এবং নবীগণ দিনার ও দেরহাম রেখে যান না। বরং তারা রেখে যান ইলম। আমাদের উচিত জ্ঞান অর্জন কে আমাদের জীবনের একটা বড় প্রায়োরিটি বানানো। কার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন এই নিয়ে ভালোভাবে রিসার্চ করুন। এই রিসার্চ করাটাও ইবাদতের অংশ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনার আপন কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। আপনি কি আপনার অবস্থান থেকেই বের করার চেষ্টা করতেন না কোন ডাক্তার টা ভালো। কিন্তু আপনি তো মেডিকেল লাইনে পড়াশোনা করেননি। তারপরও বিভিন্নভাবে যাচাই-বাছাই করে আপনি আপনার প্রিয়জনকে একজন বিশ্বস্ত ডাক্তারের কাছে নিয়ে যেতেন। তাহলে ইলমের বেলায় আমরা কেন বলব কোন আলেমের কাছে যাবো বুঝতে পারিনা। একেকজন একেক কথা বলে। আপনি রিসার্চ করে দেখুন কাদের জ্ঞানের উপর আপনার আস্থা এবং কাদের কাছ থেকে আপনি নিয়মিত শিক্ষা নিতে পারবেন। প্রয়োজনে ইস্তেখারা করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইতে থাকুন। যে বান্দা আন্তরিকভাবে জ্ঞান অর্জন করতে চায়। আল্লাহ কি তাকে পথ না দেখানোর কোনো কারণ আছে? আল্লাহ যেন আমাদের সম্মানিত ওলামাদের বটবৃক্ষের ছায়া তলে পবিত্র জ্ঞান অন্বেষণের তৌফিক দান করেন।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=XVXEXVLihsU

Comments
Post a Comment