নামাজে দাঁড়ালাম আল্লাহকে খুশি করতে কিন্তু হঠাৎ দেখি পাশে বন্ধু। মনে হলো সূরাটা আরেকটু সুর করে পড়ি। অর্থাৎ, যে কাজটা আল্লাহর উদ্দেশ্যে করেছিলাম তাতে আরেকটা উদ্দেশ্য যোগ হলো, বন্ধুকে শোনানো। এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়া বা ছোট শিরক। অর্থাৎ, কাউকে আল্লাহর অংশীদার করা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার পাশাপাশি অন্য কাউকে ইমপ্রেস করার জন্য কোন কাজ করে তবে আল্লাহ তা গ্রহণ করেন না। কোরআনের হাফেজ শহীদ থেকে শুরু করে দানবীরের দান বিফলে যাবে এই লোক দেখানোর জন্য। সুবহানাল্লাহ, লোক দেখানো বা শো অফ যেন একটি পোকা যা আমাদের ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। সোশ্যাল মিডিয়া এই প্রকার গাছ যেন আরও সহজ করে দিয়েছে। এ থেকে বাঁচতে স্কলারগণ বেশ কিছু উপায় বলেন যার মধ্যে দুটো আমরা এখনই চেষ্টা করে দেখতে পারি সব সময় নিজের নিয়োগকে শেখ করতে হবে আপনার যদি মনে হয় আপনার নিয়তে সমস্যা আছে। সম্ভবত আপনি ঠিক পথে আছেন। দুই প্রতিদিন এমন একটা কাজ করা যে আল্লাহ ছাড়া আর কেউ দেখছেনা রাতে একটু কোরআন পড়া তাহাজ্জুদ পড়া বা হতে পারে চুপচাপ কিছুক্ষণ আল্লাহর করা এবং আসুন এই বিষয়ে আরো বেশি জানার চেষ্টা করি এবং বারবার আল্লাহর কাছে সাহায্য চাই।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=uIWZ47Llse4

Comments
Post a Comment