স্কলাররা বলেন, সঠিকভাবে সালাহর ভেতর কোরআন পড়া এবং আরবি উচ্চারণ করাটা ফরজ। আমাদের অতিপরিচিত সূরা, সূরা কাউসারের একটা উদাহরণ দেওয়া যাক। এখানে বলা আছে "إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ" এখানে আমরা যদি "أَعْطَيْنَـٰكَ" শব্দটিতে শেষের টানটা বাদ দিয়ে দিই তাহলে এই ছোট্ট টান বাদ দেওয়ার ফলে এর অর্থ হয়ে যাবে, আমরা তোমাকে কাউসার দিয়েছি এই অর্থ থেকে সেই মহিলারা তোমাকে কাউসার দিয়েছে। নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনে এরকম অহরহ উদাহরণ আছে যেখানে কোন অক্ষর টেনে না পড়ার কারণে বা বেশি টেনে পড়ার কারণে যে অর্থ কোরআনে রয়েছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থ চলে আসে। এখানে কেউ বলতেই পারে আমি যেমন উচ্চারণই করি আমার উদ্দেশ্য তো কোরআন যা বোঝা যাচ্ছে তাই পড়া। প্রশ্ন হলো, বর্তমান সময়ে যখন জ্ঞান আমাদের হাতের মুঠোয়। মহামারীর মাঝেও একজন ইমামের সাথে বসে লাইভ ক্লাস করার যখন খুব সহজ বিষয়। যখন আমরাই নানা অনলাইন কোর্স করছি, ক্যারিয়ারে খানিকটা অগ্রসর হওয়ার জন্য। তখন কি পবিত্র কোরআনকে ঠিকমতো তেলাওয়াত না করার কোন অজুহাত রয়েছে? আসুন কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করা যাকে বলা হয় তাজবীদ, শুদ্ধভাবে শেখা আরম্ভ করি। একজন বিশ্বস্ত তাজবীদ শিক্ষকের সাথে ক্লাস আরম্ভ করি। পবিত্র কুরআনের প্রতিটি হরফ সুন্দর ও সঠিক উচ্চারণ দিয়ে রাঙ্গিয়ে তুলি।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=WdmRNV6-jZU

Comments
Post a Comment