সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ করে থাকি। রমজান উপলক্ষে একটা নতুন চ্যালেঞ্জ কি আমরা করতে পারি? ওয়ান_ডে_অফ_ট্রুথ। একদিন, পুরো একদিন কোনো রকমের মিথ্যা কথা না বলে কাটিয়ে দিতে হবে। তার মানে পুরোপুরি মিথ্যা কথা বলা তো যাবেই না, আমরা যেগুলোকে ছোটখাটো মিথ্যা বা চাপাবাজি বলে থাকি সেগুলোও করা যাবে না। কোন গল্প বলার সময় কোন তথ্য বাড়িয়ে বাড়িয়ে বলা যাবেনা। কোন কৌতুক বলার সময় বানোয়াট কিছু বলা যাবে না। একদিন ২৪ ঘন্টা আমরা কি পারবো? শুনে হয়তো মনে হচ্ছে কাজটা অনেক সহজ। কিন্তু করতে গেলে হয়তো আমরা টের পাব যে আমরা অনেক সময়ই ছোটখাটো মিথ্যা কথা বলে থাকি। যে মিথ্যাগুলো কে আমরা হার্মলেস মনে করি এবং হ্যাঁ হয়তো সব মিথ্যে গুনাহ হিসেবে বিবেচিত হবে না। কেউ যদি কৌতুক হিসেবে মিথ্যা বলে, এবং শ্রোতা যদি জানে যে এটা শুধুমাত্র একটি কৌতুক তাহলে তা গুনা না হলেও আমাদের মনে রাখতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কৌতুক হিসেবেও কখনো মিথ্যা কথা বলতেন না। তার রসিকতার একটা চমৎকার দিক ছিল তিনি সত্যি কথা বলেই রসিকতা করতেন। আবার আমরা অনেক সময় ছোট বাচ্চাদের ভুলিয়ে-ভালিয়ে রাখার জন্যও এমন কথা বলি যা সত্যি নয়। এটা হয়তো সরাসরি পাপের পর্যায়ে পড়বে না কিন্তু একদিনের জন্য যদি আমরা এ ধরনের মিথ্যা কেউও এভয়েড করতে পারি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রকে আরেকটু ভালোভাবে অনুকরণ করতে পারব। তাহলে চলুন চ্যালেঞ্জ নিয়ে দেখা যাক আমরা সারাদিন সত্য কথা বলে কাটাতে পারি কিনা। ২৪ ঘণ্টা পার হয়ে গেলে হ্যাশট্যাগ ওয়ান ডে অফ ট্রুথ লিখে একটি পোস্ট দিয়ে জানিয়ে দিন। কাজটা কি খুব সহজ ছিলো নাকি কিছুটা কঠিন ছিল। হয়তো এই পদক্ষেপের কারণে হ্যাশট্যাগ ওয়ানডে অফ ট্রুথ হয়ে যেতে পারে হ্যাশট্যাগ এ লাইফটাইম অফ ট্রুথ।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=3YHrWHwgI1s

Comments
Post a Comment