মনে করুন আপনার এক বছরের ছোট্ট সন্তানটা সদ্য হাঁটতে শিখেছে, একপা দুপা করে আপনার ঘরে হেটে বেড়াচ্ছে প্রায় সারাদিন। কল্পনা করুন তার কিছুক্ষণ পরেই আপনি ও আপনার স্ত্রী রবের হুকুমে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনার এক বছরের পিচ্চিটার জন্য বাকি জীবনের লড়াইটা ঠিক কেমন হবে? সে যখন একটু বড় হয়ে দেখবে, তার সমবয়সী বাচ্চারা পার্কে তাদের মা বাবার সাথে ঘুরছে বা একসাথে রেস্টুরেন্টে খাচ্ছে। তার অনুভূতি কেমন হবে? একজন এতিমের স্ট্রাগল আমরা কখনো বুঝবো না, কিন্তু তাদের কষ্ট আমরা কি একটুখানি কম করে দিতে পারি না? কোরআনে শত শত আয়াত আছে এতিমদের প্রতি আমাদের দায়িত্ব নিয়ে, এছাড়াও আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বহু হাদিসে এতিমদের দেখভাল করার কথা বলেছেন। এমনকি হৃদয়ে কাঠিন্য অনুভব করলে তিনি একজন এতিমকে খুঁজে তার মাথায় হাত বুলানো প্রেশক্রাইব করেছেন আমাদের জন্য। আসুন আমরা আজ থেকে নিয়ত করি আমরা যেনো এতিমদের পাশে দাঁড়াতে পারি। হোক তা একজন এতিমকে অনেকদিন ধরে সহয়তা করে যাওয়ার মাধ্যমে। অথবা হতে পারে এতিমদের দেখাশোনা করে এমন সংগঠনগুলো কে সাপোর্ট করার মাধ্যমে। হয়ত সামান্য কিছু অর্থ ব্যয় হবে কিন্তু তার বিনিময়ে একজন এতিমের যে জান্নাতি হাসির আপনি সাক্ষী হবেন, তার মূল্য এই জীবনে পাওয়া আর কোনো ভাবেই কি সম্ভব। আর আপনার এই উত্তম মেহনতের প্রতিদান আপনাকে একমাত্র আপনার রবই উপহার দিতে পারেন।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=9tTnx0Wm2-Q

Comments
Post a Comment