মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ মানুষটি এই উম্মতকে সব থেকে দামি কোন জিনিসটি গিফট করে গেছেন জানেন কি? আখলাক। আখলাক কথার অর্থ শুধু মানুষের ব্যবহার নয়, আখলাক কথার অর্থ চরিত্র গঠন। আমি আপনি হয়ত জীবনে কোনো মানুষকে কোনোদিন ভুলতে পারবো না, শুধু মাত্র তার সুন্দর আখলাকের জন্য। আখলাক বা আদব হলো খাবারে লবণের মতন, লবণের তারতম্য যেমন কোন ডিশকে সুস্বাদু বা বিস্বাদ করে দিতে পারে। তেমনি অনেক জ্ঞানী ব্যক্তিও আখলাকের অভাবের কারণে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আসুন আজ থেকে নিয়ত করি কারো অর্থ সামাজিক অবস্থান নির্বিশেষে সবার সাথেই আমরা সম্মান দিয়ে কথা বলব। রিকশা চালকের সাথেও আমরা আদবের সাথে কথা বলব, আবার কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ওয়েটারের সাথেও আমরা সুন্দর ব্যবহার বজায় রাখবো। আর ভালো ব্যবহার শুধু বড়দের জন্য বা সমবয়সীদের জন্য না, ছোটদের প্রতিও ভালো ব্যবহার বা সম্মান দেখানো প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম ছোটদের সাথেও আদবের সাথে সম্মানের সাথে কথা বলতেন, পবিত্র কোরআন মাজীদে আল্লাহ সুবহান তা'আলা আমাদেরকে বিভিন্ন আয়াতের মাধ্যমে আখলাকের নীতি শিখিয়েছেন। পাথরের হৃদয় চিরে যেভাবে ঝর্ণার বারিধারা থেকে ধীরে ধীরে জল প্রপাতের সৃষ্টি হয়, তেমনি সুন্দর আখলাক কঠিন তপ্ত হৃদয়কে নরম করে মানুষকে আল্লাহমুখী করে তুলে।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=12yDW-Z8rC4

Comments
Post a Comment