পবিত্র কোরআনের বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করার ব্যাপারে যতবার আদেশ করা আছে, সেই তুলনায় সন্তানের প্রতি ভালোবাসা দেখানোর ব্যাপারে কিন্তু তেমন জোর দেওয়া হয় নি। এর কারণ টা কি? সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা প্রকৃতগতভাবেই আসে। সন্তান কোনো ভুল করলে বাবা মা খুব সহজেই বলতে পারেন, থাক ছোট মানুষ বেশি বকা দিও না। অথচ সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় আর বাবা মা যখন বার্ধক্য পৌঁছে যান। তাদের প্রতি সহনশীল হওয়া, ধৈর্য ধারণ করা, তাদের ভুলগুলো শান্তভাবে নেওয়া এসব আপনা আপনি হয়না বরং সন্তানকে এজন্য একটা কনশাস এফোর্ট (Conscious Effort) দিতে হয়। বাচ্চা মোবাইল আছাড় দিয়ে ভেঙ্গে দিলো। বাবা মা বলে দেখো কি কাণ্ড করেছে, এই যা। এরপর থেকে খেয়াল রাখে বাচ্চা যেনো মোবাইল ফোন না ধরে। অথচ বৃদ্ধ বাবা মা যখন মোবাইল ফোনের সহজ একটা ফাংশন বুঝতে পারে না, বার বার ভুল করতে থাকেন, সন্তান যদি তাদের হোকের প্রতি খেয়াল না রাখেন, সে হয়তো তাদের সাথে বিরক্তি প্রকাশ করে বসবে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তা'আলা বলেন, যদি তোমার বাবা মায়ের মধ্যে কেউ বৃদ্ধ হয়ে যান, তাদেরকে উফফ পর্যন্ত বলো না। আমাদের বাবা মা যেমন আমাদের এই পৃথিবীতে প্রবেশ করার মাধ্যম, তারাই আমাদের জান্নাতে প্রবেশ করার ও মাধ্যম। পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়া পাশাপাশি, একটা মুসলিমকে যে বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, তা হলো বাবা মায়ের হোক আদায় করা, আর বাবা মা যদি তাদের রবের কাছে ফিরে গিয়ে থাকেন, সন্তান তবুও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন। তাদের জন্য নিয়মিত দোয়া করার মাধম্যে, তাদের হয়ে দেন সদকা করার মাধ্যমে, এবং একজন ভালো মুসলিম হিসেবে জীবনযাপন করার মাধ্যমে।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=9PfzjxpTej4

Comments
Post a Comment