গল্প করতে আমাদের সবারই ভালো লাগে। কিন্তু গল্প করতে করতে আমারা অনেক সময় খেয়াল করি না, আমরা যে বিষয় গুলো নিয়ে কথা বলছি, সেগুলো কি জরুরী কথা না অপ্রয়োজনীয় কথা। অপ্রয়োজনীয় কথা মানুষের মনকে শক্ত করে দেয়, তাকে আল্লাহর স্মরণ করা থেকে বিরত রাখে, এবং অনেক সময় গুনাহর কারণ হয়ে দাঁড়ায়, যেমন গীবত, তাই আমরা যখন মানুষের সাথে গল্প করবো আমরা যেন কিছুক্ষণ পর পর একটা সেলফ চেক করি, আমরা যা নিয়ে কথা বলছি তা কি ভালো কথা নাকি অপ্রয়োজনীয় কথা, বিশেষ করে অন্য মানুষ বা মানুষের জীবনে কি ঘটছে এসব ব্যাপার নিয়ে কথা বলতে গেলেই কিন্তু আমরা বিপদের দিকে পা বাড়াচ্ছি। এসব ধরনের বিষয়ে আলাপ করতে গেলেই গীবতের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই আসুন আমাদের গল্পের বিষয়বস্তগুলোকে একটু বদলে ফেলি, এই ছোট ছোট পরিবর্তনই বদলে দিতে পারে আমাদের জীবন।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=aBfa05stXq8

Comments
Post a Comment