একবার ভাবুন তো আপনার সারাজীবনে সঞ্চয় দিয়ে বাড়ি করলেন, কিন্তু জানতে পারলেন এর ভিতরে রড়ের বদলে বাশঁ দেয়া আছে, কতটা রিস্কি হয়ে সে বাড়িতে থাকা। রসূল্লুল্লাহ সালালাহু আলাইহিস সালাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাবার সময় বললেন, এই কবরের বাসিন্দারা এখন শাস্তি পাচ্ছে ছোট্ট একটা বিষয়ের জন্য। সাথে সাথেই তিনি আবার বললেন, না এটা ছোট কোনো বিষয় না, অর্থাৎ যে বিষয়টির কথা বলা হচ্ছে , সেই আপাতত দৃষ্টিতে ততটা গুরুত্বপূর্ণ না মনে হলেও, আসলে এর গুরুত্ব অনেক। তারপর তিনি বললেন, এরা নিজেদের প্রস্রাব থেকে সাবধান থাকতো না। আরেকটা হাদিসে রসুল্লুল্লাহ সালালাহু আলাইহিস সালাম বলেছেন, নিজের প্রস্রাব থেকে সাবধান থেকো, কারণ কবরের আজাবের অন্যতম কারণ হলো এটি। কেন এই বিষয়টিকে এতো গুরুত্ব দেয়া হলো? স্কলারগণ তা আলোচনা করেছেন। বাথরুম করার পর নিজেকে ঠিক মত পরিষ্কার না করা মানে হলো, ত্বহারা বা পরিচ্ছন্নতা সম্পর্কে উদাসীন হওয়া, এই ত্বহারা হলো ইসলামের অন্যতম মূল স্তম্ভ নামাজের পূর্বশর্ত, অর্থাৎ মনে হচ্ছে এটা ছোট একটা বিষয়, কিন্তু এটিকে গুরুত্ব না দেয়া হলে, নামাজকেই হালকাভাবে নেয়া হয়। তাই আসুন, এই ব্যাপারটি নিয়ে আমরা সতর্ক হই। এবং জানি ইসলাম কিভাবে টয়লেট করার পর নিজেকে পরিষ্কার করতে বলে। একজন স্কলারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন। মোদ্দাকথা এ বিষয়টিকে হালকাভাবে নেয়ার উপায় নেই।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=q5pugrbLTXw

Comments
Post a Comment