You have a message. নাহ আমি Messenger, WhatsApp বা SMS এর কথা বলছি না। বরং এমন একটা message এর কথা বলছি, যা বুঝতে পারলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝে যাবো। এই যে মোবাইল ফোনের ক্রিন সোয়াইপ করতে করতে এই ভিডিওটি আপনার চোখের সামনে আসল, আপনি সোয়াইপ করা বন্ধ করে, কিছুক্ষণের জন্য এ কথাগুলো শুনছেন। এটাই প্রমাণ করে আল্লাহ এখনো আপনাকে ভুলে যাননি, আল্লাহ এখনো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই জীবন এবং এর পরের জীবনে সত্যিকার অর্থে সফল হওয়ার জন্য, শুধু প্রয়োজন আপনার কাছ থেকে একটু প্রচেষ্টা। আপনার হাতের এই মোবাইল ফোনেই হয়তো পবিত্র কোরআনের একটি অ্যাপ আছে। Instagram, Snapchat, Tiktok আর YouTube যদি আমাদের কাছ থেকে দিনের ৫/৬ ঘন্টা সময় পেতে পারে, পবিত্র কোরআন কি সময় আমার কাছ থেকে ১০ মিনিট পেতে পারে না? পবিত্র রমাদান মাস থেকেই শুরু হোক ছোট ছোট পরিবর্তন। আজ থেকে প্রতিদিন কুরআন পড়বো, অর্থসহ পড়বো, যেনো আল্লাহ কি বলছেন তা বুঝতে পারি। কারণ ছোট ছোট এ পরিবর্তন বদলে দিবে আমাদের জীবন।
মূল: Baseera
তথ্যসুত্র: https://www.youtube.com/watch?v=dmZvU7ndLnQ

Comments
Post a Comment