তোমাদের যাদের বয়স বিশের দশকে, তোমাদের কতজন বন্ধু মারা গিয়েছে, তোমরা রয়ে গিয়েছ। তোমাদের যাদের বয়স ত্রিশের দশকে, সম্প্রতি তোমরা তারুণ্য অতিক্রম করেছ, আফসোস হয় কি? তোমাদের যাদের বয়স চল্লিশের দশকে, যৌবন কাল শেষ হয়ে গিয়েছে, তোমরা এখন খেল তামাশায় পড়ে আছো। তোমাদের যাদের বয়স পঞ্চাশের দশকে, একশর অর্ধেক বয়স হয়ে গিয়েছে, তবু তোমরা নিজেদের সাথে ইনসাফ করলে না। তোমাদের যাদের বয়স ষাটের দশকে, তোমরা তো মৃত্যুর দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছ, তোমরা কি এখন হাসি-ঠাট্টায় আর খেলাধুলায় মজে আছো। তোমরা নিজেদের প্রতি বড়ো অবিচার করছ।
বাণীতেঃ ইমাম ইবন রজব রহি.
তথ্যসুত্রঃ https://www.youtube.com/watch?v=ZrzHG4wKmeY
মূলঃ Islamography
Comments
Post a Comment