একটা জীবন যদি কুরআনের রঙে সাজানো যায়, যদি জীবনের সকল অনুষঙ্গের উপাদান উঠে আসছে কুরআন থেকে - কেমন হবে? কেমন হবে যদি কুরআন সেই অন্তরঙ্গ বন্ধুর মতন হয়ে ওঠে। দুঃখের দিনে যে কাঁধে হাত রেখে বলে- ভয় পেয়ো না, সাথে আছি? কুরআন কীভাবে আমাদের জীবনে আলো ছড়ায় । কীভাবে তার মণি-মুক্তোর আকর থেকে আমরা কুরিয়ে আনবো আমাদের জীবনের রসদ। তার বাতলে দেয়া পথ থেকে কীভাবে গুছিয়ে নিবো অনন্ত জীবনের পাথেয়। জীবনের সেই অনুষঙ্গগুলোকে কুরআনের আয়নাতে তুলে ধরার একটা স্বপ্নময় প্রচেষ্টার নাম - কুরআন থেকে নেয়া জীবনের পাঠ (২০২৩), লেখক আরিফ আজাদ।
বাণীতেঃ আরিফ আজাদ
তথ্যসুত্রঃ https://www.youtube.com/watch?v=dtc0c-OIz9I
মূলঃ Arif Azad
Comments
Post a Comment