ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করা হল। ঘটনা থেকে যেসব শিক্ষা ও উপদেশ পাওয়া যায় তা নিম্নে উল্লেখ করা হল :
১. কখনো কখনো মুসিবতের সুরতে নেয়ামত ও শাস্তি আসে।
২. হিংসা অত্যন্ত ভয়ঙ্কর রোগ। আপন ভাইদের মধ্যে তা সৃষ্টি হলে দুঃখজনক ঘটনার অবতারণা হতে পারে।
৩. সর্বাবস্থায়ই উন্নত চরিত্র, উত্তম গুণাবলি, সঠিক লালনপালনের ফল ভালো হয়ে থাকে। হজরত ইউসুফ আলাইহিস সালামের লালনপালন হয়েছিল এক মহান পিতার হাতে, নবীবংশে। উত্তরাধিকারসূত্রে বাপ-দাদার থেকে তিনি মহৎ গুণাবলি লাভ করেছিলেন।
৪. সচ্চরিত্র, বিশ্বস্ততা ও দৃঢ়তা সবার জন্যই কল্যাণের উৎস।
৫. বেগানা নারী-পুরুষের পরস্পর মেশামেশি ও নির্জনে একত্রে অবস্থান ফেতনার কারণ। এই কারণে ইসলাম (পরস্পর মাহরাম নয় এমন) নারী-পুরুষের নির্জনে অবস্থান হারাম ঘোষণা করেছে।
৬. ঈমান বিপদে সহনশীলতা ও গুনাহমুক্ত থাকা সহজ করে।
৭. কষ্টের সময় আল্লাহ তায়ালার দিকে প্রত্যাবর্তন করা।
৮. প্রকৃত দায়ী অনেক কষ্ট-মুসিবতের মধ্যেও দাওয়াতের দায়িত্ব থেকে উদাসীন হয় না।
৯. চারিত্রিক পবিত্রতার প্রতি বিশেষভাবে লক্ষ রাখা উচিত।
১০.ধৈর্যধারণের ফজিলত।
১১.ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য।
১২. আল্লাহর ফয়সালা কেউ পরিবর্তন করতে পারে না।
বইঃ খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)
লেখকঃ মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহমাতুল্লাহ
অনুবাদঃ মুজাহিদুল মাইমুন
পৃষ্ঠাঃ ১৩৪-১৩৭
Comments
Post a Comment