Skip to main content

Posts

Showing posts from August, 2024

সাম্যতন্ত্র ও সেকুস্থান

সুখে সমৃদ্ধিতে ভরপুর এক কাল্পনিক দেশ নাম তার সাম্যতন্ত্র সেখানে দেশ পরিচালিত হতে রয়েছে ইসলামী গণতন্ত্র। সাম্যের দেশে সমতা করতে হবে গণভোট কিন্তু সেই দেশের মানুষ যে ভাই মদকে বৈধ করতে একজোট। ওই দেশে রয়েছে ইসলামী শরিয়াহ এবং তার সাথে জনগণের গণতন্ত্র মদ তো শরিয়াহ বিরোধী কিন্তু জনগণ তো চায় সেটাই, অতএব সরকার বিভ্রান্ত। তবে এ দেশে শরিয়াহ আগে, ইসলামের প্রতি তার প্রায়োর কমিটমেন্ট। মদ এবং এরকম আরো কিছু বিষয়ে তার বিশ্বাস ও অবস্থান অপরিবর্তনীয় তাই মেজরিটি মদ চাইলেও এখানে তা বর্জনীয় ইসলামী বিশ্বাসের তাদের কাছে বেশি প্রয়োজনীয়। এবার একটু ঘুরে আসি মুদ্রার ওপর পিঠের আরেকটা কাল্পনিক দেশ থেকে সাম্যতন্ত্র থেকে সেকুস্থান যারা সহিহ লিবারেল-সেক্যুলারিসমের রং মাখে। সেকুস্থানেও সমতা করতে হলো গণভোট ঘরের বাইরে নারীদের স্কার্ফ নিয়ে এখানে জনগণ হলো এক জোট। এ দেশে লিবারেলিসম আগে,তার প্রতি তার প্রায়োর কমিটমেন্ট, পর্দা এবং এরকম আরো কিছু বিষয়ে তার বিশ্বাস ও অবস্থান অপরিবর্তনীয়। তাই এখানেও মেজরিটি পেলো না পাত্তা, জনগণই সব বলা রাষ্ট্র সে দুষ্টু প্ৰেতাত্মা, জনগণ রায় দিলেই বা কি হবে ভাই, গ্রহণতো হবে না, লিবারেলিসমে পর্দা প্ৰ...